Logo

সারাদেশ

কুমিল্লায় মানববন্ধনে অভিযোগ

চাঁদা না দিলে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৩:৫৩

চাঁদা না দিলে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়

কুমিল্লায় সুজন ও ইমরান নামের ব্যক্তির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কিসমত মেইল মার্কেটের ব্যবসায়ীসহ এলাকাবাসী। শুক্রবার (২৮ মার্চ) সকালে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর কিসমত মেইল মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

স্থানীয়দের অভিযোগ, বিজয়পুর এলাকায় এক দশক ধরে সুজন ও ইমরান বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন। এমনকি চাঁদা না পেলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের হামলা করেন। কুপিয়ে আহত করেন। আবার কোনো সময় চাঁদা না পেলে অপহরণ করে লালমাই পাহাড়ে লুকিয়ে রেখে মুক্তিপণ দাবি করেন। ওই এলাকার প্রায় ঘরে ঘরে গিয়ে মানুষদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন। এসব অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী কথা বললে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এলাকায় হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাবার পাঁয়তারা করে। এতে এলাকাবাসী সকলে এক হয়ে সুজন ও ইমরানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন।

ইউপি সদস্য রুহি দাস বলেন, ‘সুজন ও ইমরানের ছত্রছায়ায় কেউ নেই। তারা নিজেরাই সন্ত্রাসী, চাঁদাবাজি করে বেড়ায়। আমি যখন তাদের বিরুদ্ধে কথা বলতে গেছি, তখন তারা দুই সন্ত্রাসী এলাকায় দাঙ্গা লাগার মিথ্যা কথা বলে। আমরা তাদের গ্রেপ্তারপূর্বক শাস্তি চাই।’

আরেক ব্যবসায়ী বলেন, ‘ছাত্র-জনতার কাছে আমাদের চাওয়া, এ দুই সন্ত্রাসীর হাত থেকে আমাদের এলাকাবাসী বাঁচতে চায়। আপনারা এদের বিরুদ্ধেও কথা বলেন ও প্রশাসনের নিকট জোর দাবি জানান।’ 

এলাকার বাসিন্দা আবদুল মালেক বলেন, ‘সুজন ও ইমরান এই এলাকায় পুরো চাঁদাবাজি চক্র নিয়ন্ত্রণ করে। কোনো ব্যবসায়ী চাঁদার টাকা না দিলে গালাগালিসহ গায়ে অস্ত্র ঠেকিয়ে হত্যা করার হুমকি দিয়ে টাকা আদায় করে। আমরা এদের বিচার চাই।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আবদুল মালেক, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, বাচ্চু মিয়া, কাশেম, মমিন, সাইম কবির, নিকুঞ্জ পাল, পরিমল পাল, মনরঞ্জন পাল, রবিন্দ্র পাল প্রমুখ।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর