ঈদে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত খাগড়াছড়ি

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:১৯

ঝুলন্ত ব্রিজ সংস্কার করছেন শ্রমিকরা | ছবি : বাংলাদেশের খবর
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি সারা বছরই পর্যটকদের আকৃষ্ট করে। তবে ঈদ উপলক্ষে এই পার্বত্য জেলায় পর্যটকদের ভিড় বেড়ে যায় কয়েকগুণ। তাই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার হোটেল-মোটেল ও বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে। একইসঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও নিয়েছে বিশেষ উদ্যোগ।
খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মো. ইউসুফ বলেন, পার্কের ঝুলন্ত ব্রিজ সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অতিথিদের স্বাগত জানানোর কাজ প্রায় শেষ। আশা করছি, ঈদে অনেক পর্যটক আসবে।
খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামবে বলে আমরা আশাবাদী। ইতোমধ্যে মোটেলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারেন।
ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, রমজান মাসজুড়ে পর্যটকের সংখ্যা কম থাকলেও ঈদের ছুটিতে সাজেকসহ অন্যান্য পর্যটন এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও কিছু গুজবের কারণে পর্যটকদের সংখ্যা কম ছিল, তবে আমরা পর্যটকদের জন্য সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিচ্ছি।
খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের জোন ইনচার্জ জাহিদুল কবির বলেন, ঈদ উপলক্ষে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ তিনটি ভাগে বিভক্ত হয়ে কাজ করবে। নয় দিনের দীর্ঘ ছুটির কারণে অসংখ্য পর্যটক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বিনোদন কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি একটি মোবাইল টিমও কাজ করবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ঈদে পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে সবাই নিরাপদে ও স্বস্তিতে ভ্রমণ উপভোগ করতে পারেন।
পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের ঈদে লক্ষাধিক পর্যটক খাগড়াছড়িতে আসবেন। ফলে রমজান মাসে পর্যটক কম থাকায় যে আর্থিক ক্ষতি হয়েছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।
এটিআর/