ঈদযাত্রায় চন্দ্রায় ঘরমুখো মানুষের ঢল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:২১

ছবি : বাংলাদেশের খবর
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকায় যাত্রীদের ঢল নেমেছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই চন্দ্রা এলাকায় বিপুল সংখ্যক যাত্রীর সমাগম দেখা গেছে।
জানা গেছে, উপজেলার অধিকাংশ শিল্পকারখানায় শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে সকাল থেকেই পরিবহনে যাত্রীদের চাপ বেড়ে গেছে। তবে গণপরিবহনের সংকটের কারণে অনেকেই বাধ্য হয়ে মাইক্রোবাস, ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন।
এদিকে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও ভাড়া বেশি নেওয়ার বিষয়ে তাদের নজরদারি কম রয়েছে বলে অভিযোগ যাত্রীদের।
চন্দ্রা এলাকার যাত্রী মুকবুল বলেন, সাধারণ সময়ের তুলনায় আজ ভাড়া দ্বিগুণ নিচ্ছে পরিবহনগুলো।
এ বিষয়ে নাছোড় হাইওয়ে পুলিশের ইনচার্জ রইছ উদ্দিন বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।
দেলোয়ার হোসেন/এমবি