বাঁচতে চান শিশু আবিদুল্লাহ, চিকিৎসায় প্রয়োজন ৭ লাখ টাকা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:৫২

মাত্র ৪ বছর বয়সী আদনান আবিদুল্লাহ জন্মগতভাবে হৃদ্যন্ত্রের জটিল সমস্যায় ভুগছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ সমস্যাটি আরও প্রকট হয়ে উঠেছে। চার বছর বয়স হলেও তাকে দেখলে মনে হয় মাত্র কয়েক মাসের শিশু। ওজনও মাত্র ৫ কেজি, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।
শিশুটির স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও চলাফেরাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে এ সমস্যা দূর করা সম্ভব। তবে এজন্য প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা। যা মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আবিদুল্লাহর বাবা মো. ছালামের পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাটে অবস্থিত উপজেলায় মৎস্য বীজ উৎপাদন খামারের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. ছালাম। তার একমাত্র সন্তান আদনান আবিদুল্লাহ। চাকরির সুবাদে মো. ছালাম ও তার স্ত্রী নুসরাত জাহান ছেলেকে নিয়ে খামারের কাছেই একটি ভাড়া বাসায় থাকেন।
আবিদুল্লাহর বাবা মো. ছালাম বলেন, আমার ছেলে জন্মগতভাবে হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছে। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। পাশাপাশি তার রক্তনালিগুলো অত্যন্ত চিকন। যখন সে কাঁদে, তখন তার শরীর নীল হয়ে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকরা বলেছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তার সুস্থতা সম্ভব। তবে খরচ অনেক বেশি। যা আমার পক্ষে বহন করা সম্ভব নয়। বিত্তবানদের সহযোগিতা পেলে আমার একমাত্র ছেলেটাকে বাঁচাতে পারবো।
আবিদুল্লাহর মা নুসরাত জাহান বলেন, আমার ছেলের বয়স ৪ বছর পার হয়ে ৫ বছরে পড়তে যাচ্ছে। অথচ ওজন মাত্র ৫ কেজি। খাওয়া-দাওয়া ও হাঁটাচলা তার জন্য খুবই কষ্টকর। ডাক্তার বলেছেন, উন্নত চিকিৎসা করালে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন। আমার স্বামী কোনোরকম ছোটখাটো একটা চাকরি করেন। যা দিয়ে এ খরচ জোগাড় করা অসম্ভব।
সহযোগিতা পাঠানোর ঠিকানা :
সোনালী ব্যাংক, মিরসরাই শাখা
অ্যাকাউন্ট নম্বর : ০৮১৪৪০১০১৯৮৭০
নগদ/বিকাশ : ০১৭৭২১১৪৫৫৪ (পার্সোনাল)
সাফায়েত মেহেদী/এমবি