শেরপুরে আটা বোঝাই ট্রাক আত্মসাৎ, ঝিনাইদহ থেকে উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:০২

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ৩৯৮ বস্তা আটা ও একটি ট্রাক আত্মসাৎ করার মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযানে গিয়ে আত্মসাৎকৃত মালামালসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৯ হাজার ৯০০ কেজি আটা ও প্রায় ১১ লাখ টাকা মূল্যের একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোররাত ৩টা ৩০ মিনিটে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত আ. গনি শেখের ছেলে মো. বেলাল হোসেন (৪০) ও মো. আজগর হাজীর ছেলে মো. মোস্তফা (৩৮)। তারা দুজনেই বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।
শেরপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ উপজেলার গড়েরবাড়ী গ্রামে মো. কাওছার আহম্মেদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পেশায় একজন ট্রাক মালিক। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মালিকানাধীন (ঢাকা মেট্রো-ট-১৬-৮৭০১) একটি ট্রাক চালক মো. বেলাল হোসেন ও হেলপার মো. মোস্তফার কাছে ভাড়ায় পরিচালনার জন্য দেন। ২৪ মার্চ দুপুরে দড়িমুকন্দ বাজার থেকে ৩৯৮ বস্তা আটা লোড করে নন্দীগ্রাম কোয়ালিটি ফিড মিলে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তারা মালামাল গন্তব্যে না পৌঁছে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় কাওছার আহম্মেদ বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাত ৩টা ৩০ মিনিটে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় আসামিদের দখল থেকে ৩৯৮ বস্তা আটা ও আত্মসাৎ করা ট্রাকটি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে ১৯ হাজার ৯০০ কেজি আটা উদ্ধার হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা। ট্রাকটির মূল্য প্রায় ১১ লাখ টাকা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তি ও সোর্সের সাহায্যে সফল অভিযান চালিয়ে মালামালসহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ
তিনি আরও বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আব্দুল ওয়াদুদ/এমবি