Logo

সারাদেশ

ময়মনসিংহে ১৪ তলা থেকে লাফ দিলেন তরুণী

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:১৫

ময়মনসিংহে ১৪ তলা থেকে লাফ দিলেন তরুণী

ময়মনসিংহে ১৪ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় বর্ণালী সিটি গার্ডেন ভবনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দুপুর ১টা ১১ মিনিটে কেচি গেট দিয়ে লিফটে করে বর্ণালী সিটি গার্ডেন ভবনের ১৩ তালায় যান ওই তরুণী। সেখান থেকে সিঁড়ি বেয়ে ছাদে। এ সময় ওই তরুণী মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন। পরে লাফ দিয়ে সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ওই তরুণীর পরিচয় জানা যায়নি। ভবনে বসবাসরত কেউই চিনেন না বলে দাবি করেছেন। ধারণা করা হচ্ছে, ওই তরুণী বাহির থেকে এসেছেন। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, পেলে আত্মহত্যার আসল কারণ জানা যাবে।

নাজমুস সাকিব/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর