Logo

সারাদেশ

চরফ্যাশনে জমে উঠেছে ঈদবাজার

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:০৬

চরফ্যাশনে জমে উঠেছে ঈদবাজার

ভোলার চরফ্যাশনে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদবাজার। পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করছেন সবাই। উপজেলার জনতাবাজার রোডস্থ সংলগ্ন বিপণিবিতান ও শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় জমতে দেখা গেছে।

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি ঈদের। শেষ মুহূর্তে লক্ষ্যমাত্রা পূরণের আশা ব্যবসায়ীদের। পুরোদমে চলছে ঈদের কেনাকাটা। নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণিবিতানগুলোতে। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভিড়, মার্কেটগুলোতে বাড়ছে কেনাবেচার ব্যস্ততা। 

অভিজাত বিপণিবিতান, শপিংমল, মার্কেট, ছোট-বড় ব্র্যান্ডের দোকান-আউটলেট এমনকি ফুটপাতেও ধুম পড়েছে কেনাকাটার। ক্রেতারা বলছেন, হাতে অল্প সময় আছে। এরই মধ্যে সাধ্যানুযায়ী নতুন পোশাক কিনে ঈদ করতে হবে। তবে গতবারের চেয়ে পোশাকের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের।

শুক্রবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন বিপণিবিতানগুলো ঘুরে দেখা যায়, ছেলেদের এবার চাহিদার শীর্ষে পাঞ্জাবি ও হাফশার্ট। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি শাড়ি ও থ্রি পিস। 

দোকানগুলোতে পুরুষদের পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, গেঞ্জি, টি-শার্ট, নারীদের শাড়ি, থ্রি পিস, ওয়ান পিস, কুর্তা এবং বাচ্চা ও শিশুদের পায়জামা-পাঞ্জাবি, ফ্রক, গেঞ্জিসেটসহ আধুনিক ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে। 

একইসঙ্গে কসমেটিকস, জুতা, ঘর সাজানোর সামগ্রী এবং গহনার দোকানগুলোতেও ভিড় জমাচ্ছেন মানুষজন। আসলামপুর থেকে আসা আরিয়ান মুন্না বলেন, ‘দাম অনেক বেশি। বাজেটের মধ্যে তেমন পাওয়া যাচ্ছে না।’ 

পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে আসা জাহিদুল ইসলাম বলেন, ‘দোকানগুলোতে ঘুরছি। যেখানে যেটা ভালো লাগছে সেটাই কিনছি।’

ফ্যাশন কর্ণারের স্বত্বাধিকারী মো. রাসেল ইসলাম বলেন, ‘সারাবছর ঘিরে রমজানের ঈদের বেচাবিক্রিই বড় বাণিজ্যিক আশা আমাদের। শুরুর দিকে বেচাবিক্রি না হলেও ঈদ বাজারের শেষ সপ্তাহে লক্ষ্যমাত্রা পূরণের আশা রয়েছে।’

চরফ্যাশন পাদুকা সু-স্টোরের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, ‘এ বছর দোকানে নতুন নতুন জুতার কালেকশন এসেছে। ছোট থেকে শুরু করে সকল বয়সীদের জুতা, সু, লোফার, হাইহিল, স্লিপারসহ নানা ধরনের জুতো। তবে আগের বছর দশম রোজা থেকে কেনাকাটা ছিল ভালো। এ বছর জুতার কেনাকাটা তেমন ভালো হচ্ছে না।’

চরফ্যাশন বটতলা তালুকদার প্লাজার রতন স্টোরের স্বত্বাধিকারী মো. রতন বলেন, ‘কসমেটিক্স কেনাবেচা ভালো হচ্ছে। ক্রেতারাও নতুন নতুন জিনিস পেয়ে খুশি।’

এদিকে, ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

চরফ্যাশন থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ঈদ উপলক্ষে উপজেলাবাসীর নিরাপত্তায় পুলিশের চৌকস দল সার্বক্ষণিক টহল দিচ্ছে। মার্কেটগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

এম ফাহিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর