ভোটের অভ্যুত্থানে পালাবে আওয়ামী পরবর্তী জুলুমবাজরা : সাইয়েদ জামিল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:৩৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল বলেছেন, ছাত্র-জনতার ভোটের অভ্যুত্থানে পালিয়ে যাবে আওয়ামী লীগ পরবর্তী জুলুমবাজের দল।
শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জুলাই শহীদ সাগর আহমেদের কবর জিয়ারতের পর তিনি এ কথা বলেন।
জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনেও আরেকটি অভ্যুত্থান হবে— তবে সেটি হবে ভোটের মাধ্যমে।
সাগর আহমেদের কবর জিয়ারত শেষে সাইয়েদ জামিল বলেন, অতীতে আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন। এবার আপনাদের অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তি স্বার্থের জন্য নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ হিসেবে এই সময়কে দেখতে হবে।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস, দেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। এনসিপি সে লক্ষ্যেই কাজ করছে।
পরে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে বালিয়াকান্দির বিভিন্ন বাজার ও গণজমায়েত স্থানে রাজনৈতিক লিফলেট বিতরণে অংশ নেন। লিফলেটে ভোটারদের করণীয় এবং এনসিপিতে যোগদানের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক এনামুল হক জমিদার, বালিয়াকান্দি উপজেলার সংগঠক শফিউল মনির মিয়া, মিজানুর রহমান রাকিব, মো. আল আমিন, মিজানুর রহমান মোল্লা এবং কালুখালী উপজেলার মো. মারুফ হোসেন, বোরহান মাহমুদ ও জিহাদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সাইয়েদ জামিল বর্তমানে তাঁর নির্বাচনী এলাকা রাজবাড়ীতে অবস্থান করছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে মতবিনিময় করে তিনি এনসিপির পক্ষে জনমত তৈরি করছেন।
এমবি