Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় মাঝারি দাবদাহ অব্যাহত, তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধ

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৬:২৪

চুয়াডাঙ্গায় মাঝারি দাবদাহ অব্যাহত, তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে দ্বিতীয় দিনের মতো মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। শনিবার (২৯ মার্চ) বেলা তিনটায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১৮ শতাংশ।

এর আগে, শুক্রবার (২৮ মার্চ) চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন এমন দাবদাহ অব্যাহত থাকতে পারে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, কয়েকদিন আগেও চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা সহনশীল ছিল। এরপর গত মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ক্রমেই বাড়তে থাকে তাপমাত্রার পারদ। ওই দিন জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, পরদিন বুধবার (২৬ মার্চ) ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার (২৭ মার্চ) ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সবশেষ শুক্রবার (২৮ মার্চ) এ জেলার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জেষ্ঠ্য আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা তিনটায় তা আরও বেড়ে দাঁড়ায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, আগামী কয়েকদিন তাপমাত্রা এমন থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। প্রতিবছর মার্চ ও এপ্রিল মাসে এ জেলার তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করে।

ফেরদৌস ওয়াহিদ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর