রাস্তার কাজে অনিয়ম, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৮:৫১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাস্তার কাজে হওয়া অনিয়মের প্রতিবাদ করায় এ ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া-রসুলপুর রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এরই প্রতিবাদ করেন ওই যুবক।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বরাবরে আক্তাপাড়া গ্রামের আব্দুল সালামের পুত্র আব্দুর রশিদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন একই গ্রামের মানিক মিয়ার পুত্র জুনেদ মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, ‘উল্লেখিত আসামি অত্যান্ত উগ্র, দাঙ্গাবাজ, পরধনলোভী, প্রভাবশালী, আওয়ামী লীগের দোসর ও লাঠিয়াল লোক। আক্তাপাড়া-রসুলপুর রাস্তায় কিছুদিন যাবৎ দুইপাশে গাইড ওয়ালের কাজ চলছে। এ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রথম থেকেই অনিয়ম-দুর্নীতি করে আসছে। গাইড ওয়ালের কাজে বিন্দু পরিমাণ সিমেন্ট না দিয়ে এবং বালুর ব্যবহার না করে ভিট বালু দিয়ে কাজ করে। বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়। পরে অভিযোগকারীসহ গ্রামবাসী বাধা দেন এবং প্রতিবাদ করেন। তখন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ অবলম্বন করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ। তার ভাই ছদরুল ইসলাম বিগত দিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং তার আরেক ভাই যুবলীগ নেতা বদরুল ইসলাম। তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রভাব খাটিয়ে বিগত দিনে এই রাস্তা থেকে প্রায় দুই হাজার ব্লক নিয়ে তাদের বাড়ির উঠান পাকা করেছেন।’
‘বর্তমানে ওই ঠিকাদারের কাজের অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় অভিযুক্ত আব্দুর রশিদ ঠিকাদারের পক্ষ নিয়ে অভিযোগকারী ও সাক্ষীদেরকে মারধরের হুমকি-ধমকি প্রদান করেন। ওই কাজে বাধার সৃষ্টি করা হলে অভিযোগকারী ও সাক্ষীদেরকে ২৪ ঘণ্টা মধ্যে প্রাণে হত্যা করবেন। জনগুরুত্বপূর্ণ রাস্তায় আওয়ামী লীগের দোসররা এই ধরনের অনিয়ম-দুর্নীতি করে দায়সারা কাজ করলে এলাকাবাসী মেনে নেবেন না।’
এলাকাবাসীর দাবি, নিয়মানুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবশ্যই কাজ করতে হবে। রাস্তার কাজে কোনোরকম অনিয়ম সহ্য করা হবে না। ঠিকাদারের পক্ষ নিয়ে আওয়ামী লীগের যে নেতা প্রাণনাশের হুমকি দিয়েছেন, তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, ‘রাস্তার কাজ ঠিকাদার করছে। এই কাজের সাথে আমি জড়িত না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।’
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আব্দুল হালিম/এমজে