
মো. জুয়েলের (মাঝে) হাতে নিয়োগপত্র তুলে দেন ডিজিটাল সংস্করণের প্রধান হাসনাত কাদীর ও কান্ট্রি এডিটর আতাউর রহমান সোহাগ (ডানে)। ছবি : বাংলাদেশের খবর
বরিশাল জেলার সকল খবর বিশ্বব্যাপী বাংলাভাষীদের কাছে পৌঁছে দিতে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় যুক্ত হয়েছেন মো. জুয়েল।
শনিবার (২৯ মার্চ) বাংলাদেশের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিনের পক্ষ থেকে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন পত্রিকাটির ডিজিটাল সংস্করণের প্রধান হাসনাত কাদীর ও কান্ট্রি এডিটর আতাউর রহমান সোহাগ।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশের খবর কার্যালয়ে নিয়োগপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সিনিয়র ভিডিও এডিটর ওয়াসিম খান রানা, সহসম্পাদক মিসবাহ জামিল, আবু তালহা রায়হান ও এক্সিকিউটিভ (কনটেন্ট ম্যানেজমেন্ট) নাঈম রহমান।

বরিশাল জেলা মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট হিসেবে মো. জুয়েলের এ নিয়োগ গত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর।
তরুণ সাংবাদিক জুয়েলের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামে। তিনি এর আগে দৈনিক কালবেলা ও প্রতিদিন বরিশাল-সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।