Logo

সারাদেশ

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৬:৩০

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জে  আল রাফি মেডিকেল সেন্টার নামের এক বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৯ মার্চ) সকালে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় অবস্থিত আল রাফি মেডিকেল সেন্টারে ঘটনাটি ঘটে।

জানা যায়, আলী হোসেন নামের এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাচ্চা প্রসবের উদ্দেশ্যে আল রাফি মেডিকেল সেন্টারে আসলে তারা সার্জারির পরামর্শ দেন। তবে বাচ্চার শ্বাসকষ্টজনিত সমস্যা হলে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে, এই শর্তে বন্ড সই করে দেন রোগীর স্বজন। সার্জারির পর নবজাতককে অক্সিজেন দিয়ে রাখা হয়। চিকিৎসক  ৪০ মিনিটের মধ্যে অবস্থা উন্নতি না হলে সরকারি হাসপাতালে রেফার্ড করতে বলেন।

সার্জারির ২০ মিনিট পর ডাক্তার চলে যান এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী নার্স ৪০ মিনিট পর তাদের অন্যত্র চলে যেতে বলেন। পরবর্তীতে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত নবজাতকের বাবা আলী হোসেন বলেন, ‘ডাক্তার ৪০ মিনিটের মধ্যে অবস্থা উন্নতি না হলে সরকারি হাসপাতালে রেফার্ড করতে বলেন। সার্জারির ২০ মিনিট পর ডাক্তার চলে যান এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী  নার্স ৪০ মিনিট পর তাদের অন্যত্র চলে যেতে বলেন। এরপরই সদর হাসপাতালে নিলে আমার বাচ্চাটি মারা যায়। 

নার্স সোনিয়া আক্তার বলেন, ‘ডাক্তার স্যার আমাকে বলেছেন ৪০ মিনিটের মধ্যে বাচ্চার অবস্থা ভালো না হলে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার জন্য। পরে অক্সিজেন খুলে তাদেরকে সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’

এ ব্যাপারে ডা. মো. জুলহাস উদ্দিন বলেন, ‘বাচ্চাটিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।’

এ বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষে ইসমাইল হোসেন বলেন, ‘এখানে আমাদের কিছুই করার ছিল না। রোগীকে আমরা আগেই বিষয়টি বলেছিলাম। তারা রাজি ছিল বলেই সার্জারি করেছি।’

এ বিষয়ে মানিকগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আনিসুরর রহমান বলেন, ‘রোগীর লোকজন অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

আফ্রিদি আহাম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর