নাটোরে ডিসির পুরোনো বাংলোর জঙ্গল থেকে ৭৯ বস্তা ব্যালট উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৭:০০
-67e9246b2f446.jpg)
নাটোরে ডিসির পুরনো বাংলোর জঙ্গল থেকে ইলেকট্রনিক্স ডিভাইসের বস্তাসহ মোট ৭৯ বস্তা ব্যবহৃত ও কিছু অব্যবহৃত ব্যালট উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিট থেকে রোববার ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত মাটি খুঁড়ে ৭৯ বস্তা ব্যালট উদ্ধার করে যৌথবাহিনী।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, গত শনিবার দুপুরে ডিসির পুরনো বাংলোর পাশে জঙ্গলে পুঁতে রাখা ব্যালটের খোঁজ পেয়ে ঊর্ধ্বতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সবার সম্মিলিত সিদ্ধান্তে রাত ১১টা ৪৫ মিনিট থেকে যৌথবাহিনীর উপস্থিতিতে টানা ৪ ঘণ্টা মাটি খোঁড়া হয়। এ সময় সকলের উপস্থিতিতে আড়াই মন বস্তা ৪০টি ও ৬০ কেজির বস্তা ৩৯টি (১ টি ইলেকট্রনিক্স ডিভাইসসহ) মোট ৭৯ বস্তা ব্যালট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) একরামুল হক বলেন, উত্তোলিত ব্যালট থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ দুপুরে নাটোর শহরের কান্দিভিটায় জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার চারটি আসনের বিপুলসংখ্যক ব্যালট পেপারের সন্ধান পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
মেহেদী হাসান তানিম/এমজে