Logo

সারাদেশ

অসদাচরণের অভিযোগে মদনে ছাত্রদল সভাপতি বহিষ্কার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৭:৫২

অসদাচরণের অভিযোগে মদনে ছাত্রদল সভাপতি বহিষ্কার

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (৩০ মার্চ) এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট  অভিযোগের ভিত্তিতে এস এইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এর সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন। 

মদন উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে অসদাচরণ করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাই মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, বিগত ১৭ বছরে  আমি ২২টি মামলার আসামি হয়েছি। ৯ বার কারানির্যাতিত হয়েছি। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজে জড়িত নয়।

নিজাম তালুকদার/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর