ঈদের টানা ৯ দিনের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৯:৫৪
-67e94d16edb56.jpg)
ঈদের টানা ৯ দিনের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সুনামগঞ্জের পর্যটন স্পটগুলো। ঈদের ছুটি বেশি হওয়ায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা সুনামগঞ্জের ব্যবসায়ীদের।
পর্যটনস্পটগুলোতে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় কিছুটা দুর্ভোগে পড়তে হয় দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা পর্যটকদের। স্থানীয়দের দাবি, জনপ্রিয় পর্যটনস্পটগুলোতে সরকারি উদ্যোগে পর্যটকদের জন্য আবাসিক হোটেল নির্মাণ করা হলে এ অঞ্চলে পর্যটক আরও বৃদ্ধি পাবে। থাকার জায়গা না থাকায় অনেক পর্যটক বাধ্য হয়ে চলে যান। পর্যটকদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে আবাসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে পারলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে পর্যটন খাতে।
গত ১ বছরে রাজনৈতিক অস্থিরতা ও নানা প্রতিকূলতার কারণে পর্যটন খাতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সকল প্রতিকূলতা কাটিয়ে উঠার আশায় পর্যটকদের জন্য প্রস্তুত সুনামগঞ্জের পর্যটন স্পটগুলো। যাদুকাটা নদী, বারেকের টিলা, শহীদ সিরাজ (নীলাদ্রি) লেক, লাকমা ছড়া, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ নানা আকর্ষণীয় স্থান রয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়।
ঈদে পর্যটকদের চাপের কথা চিন্তা করে স্থানীয়রা দাবি জানিয়েছেন, পর্যটনস্পটগুলোতে নিরাপত্তা বাড়ানোর। জীববৈচিত্র্য সমৃদ্ধ সবচেয়ে বড় জলাভূমি টাঙ্গুয়ার হাওরে বছরজুড়ে পর্যটক থাকলেও ঈদ মৌসুমে বেড়ে যায় ভিড়। পাহাড়ি নদী যাদুকাটা এবং মেঘালয়ের গারো পাহাড় ঘেঁষে থাকা বারেকের টিলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে এখানে। গারো পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সময় কাটাতে পারবেন এই (নীলাদ্রি) সিরাজ লেকে।
বাদাঘাট এলাকার গাড়িচালক আফরোজ মিয়া বলেন, রাস্তাঘাট ভালো না থাকায় অনেক পর্যটক বিরক্ত হন। একবার আসলে আরেকবার আসতে চায় না। যদি রাস্তাঘাটের উন্নয়ন করা হয় তাহলে পর্যটকরা আরও বেশি করে আসবে। এতে অত্র এলাকার অনেক বেকার যুবকদের কর্মসংস্থান হবে।
সুনামগঞ্জ হোটেল ব্যবসায়ী সুহেল বলেন, সুনামগঞ্জের বেশিরভাগ পর্যটনস্পট তাহিরপুর উপজেলায়। ওই উপজেলায় পর্যটকদের যাতায়াতে অনেক কষ্ট করতে হয়। ভাড়াও বেশি গুণতে হয় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায়। রাত কাটানোর জন্য আবাসন ব্যবস্থা নেই। এতে অনেকে বাধ্য হয়ে জেলা শহরের চলে আসেন। ফলে পর্যটকদের মধ্যে কিছুটা অস্বস্থি চলে আসে। গত ৭-৮ মাস ধরে সুনামগঞ্জে বিভিন্ন কারণে পর্যটকদের আনাগোনা কমে গেছে। এই ঈদে ৯ দিনের ছুটিতে পর্যটকদের আনাগোনা বাড়ার সম্ভাবনা খুব বেশি। তাই আগে থেকে আমরা হোটেল পরিষ্কার-পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি।
যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত নির্জন পরিবেশের জন্য বারেকটিলা ও টাঙ্গুয়ার হাওরের বিকল্প নেই। বারেকটিলা ও টাঙ্গুয়ার হাওরে আছে সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত সাদা মেঘ, ছোট বড় পাথর ছড়ানো চারপাশ, চারদিকে পাখির কিচিরমিচির শব্দ।
নিলাদ্রীতে রয়েছে মেঘালায় পাহাড় বেষ্টিত উঁচু উঁচু পাথর সাথে রয়েছে লেকের স্বচ্ছ পানি যা মনকে মুহূর্তেই শীতল করে তোলে৷
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘ঈদের টানা ৯ দিনের ছুটিতে সুনামগঞ্জের পর্যটনস্পটগুলোতে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে স্পটগুলোতে টুরিস্ট পুলিশসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
আব্দুল হালিম/এমজে