Logo

সারাদেশ

ঈদের মাঠে ব্যতিক্রমী আয়োজন, মধু দিয়ে আপ্যায়ন

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৬:০৯

ঈদের মাঠে ব্যতিক্রমী আয়োজন, মধু দিয়ে আপ্যায়ন

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদী বোর্ড অফিস জামে মসজিদের ঈদগাহ ময়দানে এবার ঈদের আনন্দ ছিল একটু ভিন্নরকম। শিশুদের হাতে রঙিন বেলুন, চকোলেট আর বয়োবৃদ্ধদের আপ্যায়নে ছিল খাঁটি মধু। ঈদের এই ব্যতিক্রমী আয়োজন ঈদের আনন্দকে এক নতুন মাত্রা দিয়েছে।  

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দি বার্ড অ্যান্ড বি’ এ আয়োজন করে। সংগঠনটির পক্ষ থেকে ঈদগাহে আগত শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে মধু, চকোলেট, রঙিন বেলুন, চা, কফি ও পান-সুপারির আপ্যায়নের ব্যবস্থা করা হয়।  

সংগঠনটির পরিচালক মণ্ডলির সদস্য শামসুন নাহার বলেন, মধু মহান সৃষ্টিকর্তার বিশেষ নিয়ামত। কিন্তু বর্তমানে বাজারে ভেজাল খাদ্যে সয়লাব। ইন্ডাস্ট্রিয়াল ফুড ও কেমিক্যালযুক্ত খাবারের কারণে নানা অসুখ-বিসুখ বেড়ে গেছে। আগে ঈদ মানেই ছিল আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া, আনন্দ ভাগাভাগি করা। কিন্তু এখন সেই সংস্কৃতি অনেকটাই ম্লান হয়ে গেছে। তাই ঈদের উৎসবে নতুনত্ব আনতেই আমরা মধুর আপ্যায়নের ব্যবস্থা করেছি, যাতে সবাই ঈদের আনন্দে একাত্ম হতে পারে। 

ঈদগাহের ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে সামাজিক মেলবন্ধন অনেকটাই কমে গেছে। আমরা দেখছি, ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে অস্থিরতা, যুদ্ধ আর মানবতার সংকট। এসবের মাঝে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এটি শুধু আপ্যায়ন নয়, বরং ঈদের পরম তৃপ্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক।

ঈদের নামাজ শেষে মসজিদ কমিটির উদ্যোগে ঈদগাহ মাঠের পাশে দুটি স্টল স্থাপন করা হয়। এসব স্টল থেকে ‘সেভ দি বার্ড অ্যান্ড বি’র পক্ষ থেকে মধু বিতরণের পাশাপাশি শিশুদের চকোলেট ও বেলুন দেওয়া হয়। এছাড়া বয়স্কদের জন্য ছিল চা, কফি ও পান-সুপারির আপ্যায়ন।  

সময় বদলে গেলেও ঈদের আনন্দের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন। আয়োজকরা আশা করছেন, ঈদের এই উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে এবং আনন্দের অনুভূতি সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর