Logo

সারাদেশ

আগামী ঈদ নিজ দেশে উদযাপনের স্বপ্ন বুনছেন রোহিঙ্গারা

Icon

কক্সবাজার প্রতিনিথি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৯:৩৩

আগামী ঈদ নিজ দেশে উদযাপনের স্বপ্ন বুনছেন রোহিঙ্গারা

সারাদেশের মতো কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবির গুলোতে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

সোমবার (৩১ মার্চ) সকালে প্রতিটি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত, নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন আশ্রিত রোহিঙ্গারা।

বিশেষ করে রোহিঙ্গা শিশুদের মাঝে ঈদ উৎসবের ছোঁয়া লেগেছে। এবারের ঈদকে অনেক রোহিঙ্গাই ভাবছেন বাংলাদেশের আশ্রয় জীবনে শেষ ঈদুল ফিতর এটি।

তাদের ঘরের ফেরার স্বপ্ন আরো প্রাণবন্ত হতে শুরু করে যখন গেলো রমজানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিবকে সাথে নিয়ে ইফতারে এসে সেই আশার কথা বলে গেলেন।

ঈদের একদিন আগে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওতে রোহিঙ্গাদের ‘মেহমান’ সম্বোধন করে একই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। 

৫ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদের খতিব মোহাম্মদ অলিউল্লাহ (৩৯)। তিনি ঈদ মোনাজাতে প্রাণভরে দোয়া করেছেন বাংলাদেশের জন্য, দেশে ফেরার স্বপ্ন বাস্তবায়নের জন্য।

 অলিউল্লাহ তার ভাষায় বলেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা আরকানে ঈদ করবো, বাংলাদেশ আমাদের জন্য যা করেছে আজীবন রোহিঙ্গারা মনে রাখবে।

২০১৭ সালে মাত্র ১১ বছর বয়স ছিলো রোহিঙ্গা কিশোর রকিমের, দেখতে দেখতে কেটে গেছে অনেক দিন। রকিম বলেন, শৈশবের আরকানকে মনে করলেই কান্না আসে। আমরা ফিরতে চাই সেখানে, সেটিই আমার দেশ।

ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর