ঈদ আনন্দে মুখর ভাঙ্গা গোলচত্বর, দর্শনার্থীদের মিলনমেলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২১:০৬
-67eaaf88327c5.jpg)
ঈদ আনন্দে মুখর ভাঙ্গা গোলচত্বর। ছবি : বাংলাদেশের খবর
ঈদ আনন্দে মুখর হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এ জায়গাটি ঈদ উপলক্ষে দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ভাঙ্গার গুরুত্ব বেড়ে গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসছেন গোলচত্বরের সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন দুপুরের পর থেকেই ভাঙ্গা গোলচত্বরে দর্শনার্থীদের ঢল নামে।
ঢাকা থেকে মাত্র এক ঘণ্টার দূরত্ব হওয়ায় রাজধানী থেকেও অনেকে এসেছেন। ঈদ আনন্দের সঙ্গে বাড়তি বিনোদন যোগ করতে ভ্রাম্যমাণ খাবারের দোকান ও খেলনার স্টল বসেছে। শিশুদের আবদার পূরণে অভিভাবকরাও এসব দোকান থেকে খেলনা কিনে দিচ্ছেন।
তবে দর্শনার্থীদের অনেকে অভিযোগ করেছেন, কিছু তরুণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
এক কলেজ শিক্ষার্থী বলেন, ‘বন্ধুদের সঙ্গে গোলচত্বরে ঘুরতে এসেছি। জায়গাটা সত্যিই দারুণ। তবে মোটরসাইকেলের বেপরোয়া চলাচলের কারণে একটু আতঙ্ক কাজ করছে।’
আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙ্গা থানা পুলিশের টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই রাম প্রসাদ বলেন, ‘মানুষ যেন নির্বিঘ্নে তাদের ঈদ আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য আমরা নিয়মিত টহল দিচ্ছি।’