Logo

সারাদেশ

ঈদের দিন রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২১:২৪

ঈদের দিন রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

বগুড়ায় ঈদের দিন ফাঁকা রাস্তা পার হওয়ার সময় শাহ আলম (৩২) ও তার মেয়ে সেজদান আলম সামান্তা (৪) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা শ্বশুর বাবলু আহত হয়েছেন। 

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টায় মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পার হচ্ছিলেন তারা। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।  এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই বাবা-মেয়ে মারা যান।  

শশুর বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল খালেক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। 

আব্দুল ওয়াদুদ/এমজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর