Logo

সারাদেশ

ঘাস কাটতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন কৃষক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৫:১৮

ঘাস কাটতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন কৃষক

কুমিল্লার বুড়িচং উপজেলায় গরুর ঘাস কেটে ফেরার পথে নদীতে ডুবে আবু ইউসুফ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার এতবারপুরে গোমতী নদীতে এ ঘটনা ঘটে। আবু ইউসুফ এতবারপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবু ইউসুফ তার গরুর জন্য গোমতীর চরে ঘাস কাটেন। পরে সেই ঘাস রশি দিয়ে কোমরে বেঁধে নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় মাঝ নদীর স্রোতের টানে তলিয়ে যান তিনি। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালিয়ে ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে। 

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর