Logo

সারাদেশ

একসঙ্গে ৪ চিকিৎসকের বদলির প্রতিবাদে বাউফলে মানববন্ধন

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৫:৩১

একসঙ্গে ৪ চিকিৎসকের বদলির প্রতিবাদে বাউফলে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একসঙ্গে চার চিকিৎসককে বদলির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, একসঙ্গে এতজন চিকিৎসককে বদলি করায় বাউফলের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। প্রায় সাড়ে চার লাখ মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক দিয়ে সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের মোট ১০টি চিকিৎসক পদের বিপরীতে আগে থেকেই মাত্র পাঁচজন কর্মরত ছিলেন। গত ২৭ মার্চ হঠাৎ করে চারজনকে বদলি করা হলে বর্তমানে মাত্র একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন।  

বদলিকৃত চিকিৎসকরা হলেন— মিরাজুল ইসলাম, মারজান আফরিন, লামিয়া আহমেদ (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) এবং তাসমিম তানজিলা ইসলাম (কনকদিয়া উপস্বাস্থ্য কেন্দ্র)। তাদের একযোগে বদলির কারণে উপজেলা স্বাস্থ্যসেবায় চরম সংকট দেখা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।  

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, ‘একসঙ্গে চারজন চিকিৎসক বদলি হওয়ায় হাসপাতাল চালানো কঠিন হয়ে পড়েছে। যেখানে ১০ জন চিকিৎসক থাকার কথা, সেখানে এখন মাত্র একজন কর্মরত আছেন।’ 

মানববন্ধনে বক্তারা দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তন না করা হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর