Logo

সারাদেশ

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৮:১৫

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রনি শিকদার (২৬)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়, তিনি জামাল শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রনি শিকদার কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশে টাঙ্গাইল থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রনি শিকদারকে উদ্ধার করে দ্রুত শফিপুরের তানহা হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। অটোরিকশার চালক ও আরোহীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রনি শিকদারের অকাল মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিভাগও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

মো. দেলোয়ার হোসেন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর