Logo

সারাদেশ

আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ ৯

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৪:০৩

আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ ৯

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ঈদের সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে মারাত্মক অসুস্থতা বোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মৃতরা হলেন- আশাশুনি উপজেলার মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু (৪০) এবং সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)।

এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ ৯ জন। এদের মধ্যে ফারুক হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন সন্ধ্যায় তেতুলিয়া শ্মশানঘাট মাঠে বসে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ মোট ১১ জন মদপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ১২টার দিকে মারাত্মক শারীরিক অসুস্থতা বোধ করলে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী মারা যান। এছাড়া আরও নয়জন চিকিৎসাধীন রয়েছেন।

আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

আব্দুস সামাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর