ইমামকে ৯ লাখ টাকা পুরস্কার দিয়ে রাজকীয় বিদায়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৬:৪০

মসজিদের ইমাম মাওলানা মো. শাহজাহান খানকে ৯ লাখ টাকা পুরস্কার দিয়ে রাজকীয় বিদায় জানিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামের স্থানীয় বাসিন্দারা।
৩৪ বছর ইমামতি শেষে তিনি অবসরে যাওয়ার পর তাকে ফুল ও সম্মাননা স্মারক ক্রেসড দিয়ে বিদায় জানান গ্রামবাসীরা। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে তার বিদায়ের আয়োজন করা হয়।
ইমাম মাওলানা মো. শাহজাহান খানের বিদায় উপলক্ষে অর্ধশতাধিক ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে তার বাড়িতে পৌঁছে দেন গ্রামবাসী।
মাওলানা শাহজাহান খান ১৯৯১ সালে যুবক বয়সে ৬০০ টাকা বেতন নিয়ে নতুন কহেলা জামে মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে তিনি সততা ও নিষ্ঠার সাথে ৩৪ বছর ইমামতি করেন। প্রায় ২ হাজার শিক্ষার্থীকে আল কোরআন শিখিয়েছেন তিনি।
তার এ দীর্ঘ পেশাগত জীবনে এলাকাবাসীর সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে, যা তার বিদায়ের সময় বিশেষভাবে অনুভূত হয়।
মাওলানা শাহজাহান খান মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে। তিনি ঢাকার লালবাগের একটি সনামধন্য মাদরাসা থেকে মাওলানা পাস করে এ মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হন।
তার মেধা ও যোগ্যতার কারণে সে সময়ে ৬০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল, যা পরবর্তীতে তার বিদায়ের সময় ১৭ হাজার ৫০০ টাকায় পৌঁছেছিল।
তার এ দীর্ঘদিনের কর্মজীবনে এলাকাবাসী তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করে। যার ফলস্বরূপ ইমাম মাওলানা শাহজাহান খানকে ৯ লাখ ৩ শত টাকা তুলে দেন তারা। ২০২৪ সালে গ্রামবাসী মাওলানা শাহজাহান খানকে ওমরা হজ্বেও পাঠিয়েছিলেন।
রাব্বি ইসলাম/এমবি