
ফেনীর সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির অধ্যক্ষ মো. মোস্তফা ছিলেন একটি প্রতিষ্ঠান ও ইতিহাস—এ মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের সহসেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
বুধবার (২ এপ্রিল) অধ্যক্ষ মো. মোস্তফা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে পৌর শহরে তার হাতে গড়া প্রতিষ্ঠান আল-হেলাল একাডেমির অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, তিনি একজন দ্বীনের দায়ী এবং একটি প্রতিষ্ঠান ছিলেন। তার হাতে গড়া অসংখ্য প্রতিষ্ঠান আজ ফেনী জেলার শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি একজন দক্ষ সমাজ সংস্কারক ও আদর্শ সংগঠক ছিলেন। আজ তিনি নেই, তবে তার দীর্ঘ কর্মময় জীবন এখনও আমাদের অনুপ্রাণিত করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী কামিল মাদরাসার প্রাক্তন আরবী প্রভাষক ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা শিহাব উদ্দিন। এতে সঞ্চালনায় ছিলেন সাবেক কৃতি শিক্ষার্থী ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা সাবেক আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঞা, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউচুপ, কবির গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রির করপোরেট ম্যানেজার শামসুল হক এম কম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি পরিষদের সভাপতি আবুবকর ছিদ্দিক মানিক, সোনাগাজী কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন আহাম্মদ।
এছাড়া স্মৃতিচারণ করেন সাবেক কৃতি শিক্ষার্থী আইনজীবী হেদায়েত উল্যাহ, গাজী মোহাম্মদ রনি, মেরিন ইঞ্জিনিয়ার মামুন, ইঞ্জিনিয়ার ফজলুল হক, ব্যাংকার শাহাদাত হোসেন শিমুল, সাংবাদিক ইকবাল হোসেন, তৌহিদুল ইসলাম শাহিন, সাবেক শিক্ষক মাওলানা মতিউর রহমান, মাওলানা কালিম উল্যাহ, হানিফ শাহিন, হোসাইন আহমদ, আলমগীর আহাদ চৌধুরী, ব্যবসায়ী ওমর ফারুক, কমিশনার আব্দুল মান্নান, আইনজীবী আব্দুর রহিম মামুন প্রমুখ।
অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা ২০০৪ সালের ২ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি জীবদ্দশায় সোনাগাজীর আল-হেলাল একাডেমি, ফেনীর শাহীন একাডেমি স্কুল এণ্ড কলেজ, আল-কেমি হাসপাতাল, ফেনী ফালাহিয়া কামিল মাদরাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।
এমরান পাটোয়ারী/এমবি