Logo

সারাদেশ

চাঁদপুরে তালিকাভুক্ত ২ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৭:২১

চাঁদপুরে তালিকাভুক্ত ২ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ আকিল আহমেদ (৩৫) ও শামছুল হক (৩০) নামে তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বেলতলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ এপ্রিল) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, কল্কি ৭৫টি, দুটি বাটন মোবাইল, ওয়েট মেশিন একটি, ছুরি ৮টি, একটি চপার, ১৪টি কাটার, গ্যাস লাইটার ১৪টি, হরিণের শিং একটি এবং নগদ ১৫০ টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার মাদক কারবারিদের মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আলামিন ভূঁইয়া/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর