Logo

সারাদেশ

ইঁদুর মারার ফাঁদে নিহত ভারতীয় যুবকের লাশ হস্তান্তর

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৮:০৯

ইঁদুর মারার ফাঁদে নিহত ভারতীয় যুবকের লাশ হস্তান্তর

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে  নিহত ভারতীয় যুবক সারভেস মারাকের (২৮) লাশ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুলাউড়া সীমান্তে (১২৩৭ নম্বর পিলার) বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর পুলিশের উপস্থিতিতে নিহতের লাশ হস্তান্তর করা হয়।

নিহত ওই যুবক ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা থানার কাসিন্দা বস্তির গবিন মারাকের ছেলে।

পুলিশ জানায়, দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামের বাসিন্দা বশির আহমেদ নামে এক কৃষক ফসলি জমিতে ইঁদুর মারার জন্য সাধারণ তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছিলেন। গত সোমবার, সেই ফাঁদে পড়ে মারা যান সারভেস মারাক। পরে আইনি প্রক্রিয়া শেষে, মঙ্গলবার বিকেলে কুলাউড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক, সাব-ইন্সপেক্টর মোহন রায়, বাংলাবাজার ক্যাম্প কমান্ডার মো. সিরাজুল ইসলাম।

ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- কাসিন্দা বিওপি, বিএসএফ ইন্সপেক্টর বিএস নয়াল, শিলং চেলা থানার ওসি ইপ্রাইম রাইডংসহ অন্যান্যরা।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

আব্দুল হালিম/এআরএস/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর