চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৯

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৯:০৫

চট্টগ্রাম নগরীর নিরাপত্তা নিশ্চিত ও অস্থিতিশীলতা প্রতিরোধে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।
বুধবার (২ এপ্রিল) দুপুরে নগর পুলিশের পক্ষে হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান (২৬), মাসুদ খান (৩৭), সাইমন (২০), হাসান মুরাদ ফাহিম (২০), রাকিব (২০), মো. নুরুল আমিন (৩৮), মো. মামুন (৩৭), এনায়েতুর রহমান নয়ন (২৫), মো. হাবিবুর রহমান হাবিব (৩৭), মো. আরিফ (২৭), মো. আব্দুল করিম (১৯), মনজু (২৯), মো. হাসান (২২), জনি (২০), মোবারক হোসেন (৩০), ওসমান গনি নিরব (৪০), সবুজ (২৫), আলাল (২৭) ও মো. পারভেজ (২৭)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
ওএফ