Logo

সারাদেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা : ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে দম্পতি নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৯:২০

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা : ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে দম্পতি নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রাণী রয়েছেন। তারা ঈদের ছুটিতে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছানোর পরই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দিলীপ বিশ্বাসের বাবা দুলাল চন্দ্র ও মা উলসী রানী সন্তান ও পুত্রবধূর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের একমাত্র কন্যা আরাধ্য গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দিলীপের বোন গিরি বালা বলেন, আমার ভাই-ভাবী আর নেই। তাদের একমাত্র সন্তানও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের এ শোক আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না।

দিলীপের চাচাতো ভাই পলাশ কুমার জানান, দুর্ঘটনার খবর জানার পর তাদের পরিবার শোকে পাথর হয়ে গেছে। কোনোভাবেই এ মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। দিলীপের বাবা দুলাল চন্দ্র ও মা উলসী রানী সন্তান ও পুত্রবধূর শোকে যেন কান্নাও ভুলে গেছেন। বাড়ির উঠানের এক কোণে তারা মাতম করছেন। স্বজনরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয় কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি দেখেছি। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। এখনো লাশ বাড়িতে এসে পৌঁছেনি।"

স্থানীয় কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে নিহতদের বাড়িতে ছুটে যান। লাশ এখনো চট্টগ্রাম থেকে বাড়িতে আসেনি। পরিবারের লোকজন ও আগত স্বজনরা কান্নাকাটি করছেন। তাদের কান্নার আহাজারিতে গোটা উত্তর বোয়ালিয়া গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, দিলীপ একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে পিতা-মাতার কাছে বেড়াতে আসতেন। ঈদের কদিন আগেও তিনি বাড়িতে এসেছিলেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। তবে চট্টগ্রাম থেকে এখনো অফিসিয়ালি আমরা কোনো তথ্য পাইনি। যোগাযোগ করার চেষ্টা করছি। আপডেট তথ্য পেলেই গণমাধ্যমকে বিস্তারিত জানাতে পারব।

বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর