গণঅভ্যুত্থানের পর মুক্ত সাংবাদিকতা করতে পারছি : এম আব্দুল্লাহ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

ছবি : বাংলাদেশের খবর
ফেনীর কৃতিসন্তান ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর গত সাত মাসে আমরা মুক্ত সাংবাদিকতা করতে পারছি। আগে সংবাদ প্রকাশ করলে হামলা, মামলা ও গুম হওয়ার ভয় থাকত, এখন আর নেই। তবে মুক্ত সাংবাদিকতায় আমরা দায়িত্বহীন জায়গায় চলে যাচ্ছি। এ মুক্ত সাংবাদিকতার কারণে আগামী দিনে আমরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারি বলে আশঙ্কা করি।
ঈদের পরদিন (মঙ্গলবার) ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ঈদ আনন্দ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আমরা যারা এ পেশাকে লালন করি ও ধারণ করি, তাদের দায়িত্বশীল হতে হবে ও সচেতন থাকতে হবে। সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। গণমাধ্যম কমিশনের সুপারিশে বাংলাদেশের সাংবাদিকতায় নতুন ধরনের বিবর্তন হতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রসঙ্গে এম আব্দুল্লাহ বলেন, সাংবাদিক ইউনিয়নের কাজ হচ্ছে সাংবাদিকদের কাজে লাগানো, কর্মহীন করা নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিদারুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রেদোয়ান হোসেন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, এ কে এম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, এসএ টিভির অ্যাসাইনমেন্ট এডিটর বুরহান উদ্দীন ফয়সাল, কাজী মোস্তাফিজুর রহমান ও আমির হোসেন জনি। অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং পরস্পরের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশিদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব তপন, সাবেক সম্পাদক মাইন উদ্দিন, আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সংবাদকর্মীরা।
এমরান পাটোয়ারী/এমবি