Logo

সারাদেশ

মেঘনা নদীতে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ২৩:৪৮

মেঘনা নদীতে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তরুণের নাম ফারুক হোসেন (২০)।

বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের ততৈতলা এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে পানিতে নেমে তিনি নিখোঁজ হন।

তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিখোঁজ তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, আমরা ২২ জন এখানে বেড়াতে আসি। দুপুর আড়াইটার দিকে আমার এখানে এসে উপস্থিত হই। বিকেল সাড়ে ৪টার দিকে ফারুকসহ আমরা ৬ জন গোসল করার জন্য পানিতে নামি। আমরা পাঁচজন গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরো কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। তার হদিস না পাওয়া গেলে পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

বিষয়টি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডুবরি আবুল খায়ের বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করি। এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর