Logo

সারাদেশ

বিএনপি-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৭

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ২৩:৫২

বিএনপি-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৭

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক হাসানের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

বুধবার (২ মার্চ) বিকেলে শাল্লা উপজেলা সদরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক হাসান শাল্লা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলামকে নিয়ে কটাক্ষ করছিলেন। এরই জেরে বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক হাসানের কর্মী সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন৷

আহতদের তাৎক্ষণিক শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের পক্ষের আহতরা হলেন- শাল্লা সদর ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের আজমত পীরের ছেলে সবুজ মিয়া, হুসমত মিয়ার ছেলে জসিম মিয়া ও ফজর মিয়ার ছেলে শাকিল মিয়া৷ আর ছাত্রদল সভাপতি তারেক হাসানের পক্ষের আহতরা হলেন- মকবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ, আব্দুল ওয়াহাব ও আলী আমজদ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান বলেন, ‘সাতপাড়া বাজারে আমার দলীয় অফিস আওয়ামী লীগের লোকজন ভাঙচুর করেছে। এ নিয়ে আলোচনা করতে আমি উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের কাছে গেলে তিনি বিষয়টি সমঝোতা করতে চান। কিন্তু বাকবিতণ্ডার একপর্যায়ে সিরাজুল ইসলামের লোকজন আমাদের ওপর হামলা চালায়, এতে আমাদের ৫-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্য একজন ফোন রিসিভ করে জানান, ঝগড়ার ঘটনায় তিনি ব্যস্ত আছেন।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

আব্দুল হালিম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর