আলফাডাঙ্গায় ফসলের ভাগ নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫২

ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় সেচের জমির ফসলের ভাগ নিয়ে বিরোধের জেরে আব্দুল জব্বার কাজী (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে পৌর এলাকার নগরকান্দায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল জব্বার কাজী ওই এলাকার মো. ওহিদ কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওহিদ কাজী নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে আবু বক্কার শেখের পেঁয়াজের জমিতে শ্যালোমেশিন দিয়ে সেচ দেন। তবে বুধবার সকালে আবু বক্কার শেখ আগের চুক্তি অনুযায়ী ওহিদ কাজীকে ভাগ না দিয়ে একতরফাভাবে জমি থেকে পেঁয়াজ তুলতে থাকেন। খবর পেয়ে ওহিদ কাজী সেখানে গিয়ে বাধা দিলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে আবু বক্কার শেখের নেতৃত্বে নয়ন শেখ, হাফিজুর শেখ, কামাল সরদার, জামাল সরদারসহ আরও কয়েকজন মিলে ওহিদ কাজীকে মারধর করে। এ সময় তার আত্মচিৎকার শুনে ছেলে আব্দুল জব্বার ছুটে এলে হামলাকারীরা তার ওপরও হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল জব্বারকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আব্দুল জব্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে আব্দুল জব্বার সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতেই আহত আব্দুল জব্বার কাজী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত আবু বক্কার শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাকিবুল/এমবি