Logo

সারাদেশ

স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গার ৮ম বর্ষপূর্তি উদযাপন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০১

স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গার ৮ম বর্ষপূর্তি উদযাপন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গা-এর ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত আট বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে; এটি কম কথা নয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে, তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক এরাই, যারা নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে উপজেলাকে নান্দনিক আলফাডাঙ্গা গড়তে চায়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যমী তরুণ যুবক হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা’-এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে নিজেদের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর