
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে ঈদে মামার বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে নেমে মো. ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. ইয়াসিন কুমিল্লার চৌদ্দগ্রামের জাহাঙ্গীর মজুমদারের ছেলে।
নিখোঁজের মামি তাসলিমা বেগম জানান, ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এলাকায় পায়ে চালিত রিকশা চালাতেন। ঈদ উপলক্ষে মামা মো. শহীদুল্লাহর বাড়িতে বেড়াতে আসেন তিনি। বুধবার বিকেল ৩টার দিকে মামা ও খালাতো ভাই-বোনদের সঙ্গে ইছামতি নদীতে গোসল করতে যান ইয়াসিন।
এ সময় খালাতো ভাই বিল্লালকে পানিতে তলিয়ে যেতে দেখে ইয়াসিন তাকে বাঁচাতে এগিয়ে যায়। একপর্যায়ে বিল্লাল উঠে আসতে পারলেও ইয়াসিন পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
মিরকাদিম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ দুটি ইউনিট নিখোঁজ ইয়াসিনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিকেল পৌনে ৬টা পর্যন্ত কিশোরের খোঁজ পাওয়া যায়নি।
এমবি