
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. আব্দুল মোহিত (৭০)। আহত ছয়জন হলেন- আরিফুল ইসলাম (৩০), সেলিম রেজা (৩১), আইরিন আক্তার (২২), মোস্তফা কামাল (২৮), আবু রাসেল (৪০) ও সালমা বেগম (৫৫)। নিহত ও আহতরা সকলেই কুষ্টিয়া জেলার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স (ঢাকা মেট্রো-ব, ১৪-৫৫০০) নামের একটি বাস ঢাকা যাওয়ার পথে ধামরাই সুতিপাড়া বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ধামরাই ফায়ার সার্ভিসের অফিসার সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে ধামরাই ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এছাড়া ঘটনাস্থল থেকে একজন নিহতের মরদেহ উদ্ধার করে গ্লোরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবীন চৌধুরী/এমবি