
সিলেটে একদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সিলেট মহানগর ও দক্ষিণ সুরমায় পৃথক ঘটনায় এক ব্যক্তি ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার হাবলিপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪২) এবং দক্ষিণ সুরমার রায়ের গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে নিলিমা ইয়াসমিন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট কোতোয়ালি থানাধীন মুন্সিপাড়ার সফিক মিয়ার কলোনির ভাড়াটে শাহাজাহান মিয়া নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, শাহজাহান মিয়া ঋণগ্রস্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
অপরদিকে, দক্ষিণ সুরমার রায়ের গ্রামে বাবার বাড়িতে গৃহবধূ নিলিমা ইয়াসমিন আত্মহত্যা করেন। তিনি নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফত আলী জানান, নিলিমার স্বামী রাজন আহমেদের সঙ্গে মনোমালিন্য চলছিল। এছাড়া তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। তার বাবার বাড়ির পরিবারের লোকজন চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখিয়েছেন এবং মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রেজাউল হক ডালিম/এমবি