Logo

সারাদেশ

গাজীপুরে ট্রেনের বগিতে আগুন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৩:৪৮

গাজীপুরে ট্রেনের বগিতে আগুন

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর রেল স্টেশনে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার পরপরই বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়। তবে আপাতত ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনের যাত্রী ইমরান জানান, শ্রীপুর থেকে ট্রেন ছাড়ার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ সর্বশেষ বগিতে আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ট্রেন থামানো হয়। পরে প্রকৌশলীরা দ্রুত ওই বগিটিকে বিচ্ছিন্ন করে মূল ট্রেন থেকে দূরে সরিয়ে নেন।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর