লালমনিরহাটে কারাগারে ঈদে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৭:০১

ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। এবার ঈদের উৎসবে বন্দিদের জন্য বাড়ি থেকে আনা খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, কারাগারের পক্ষ থেকেও বন্দিদের উন্নতমানের বিশেষ খাবার দেওয়া হচ্ছে।
ঈদের তৃতীয় দিনে লালমনিরহাট জেলা কারাগারে গিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের দৃশ্য চোখে পড়ে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিদের পরিবারের সদস্যরা বাড়ি থেকে রান্না করা পোলাও, মাংস, মিষ্টান্নসহ নানা ধরনের খাবার নিয়ে আসেন। এসব খাবার নিয়মিত প্রক্রিয়ায় পরীক্ষা করে কারারক্ষীরা বন্দিদের কাছে পৌঁছে দেন।
এছাড়া, বন্দিদের জন্য বিশেষ উপহার হিসেবে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, জামা, লুঙ্গি, শিশুদের জন্য চকলেট এবং তৃষ্ণার্ত দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। ঈদের তৃতীয় দিন পর্যন্ত বন্দিদের পরিবারের সদস্যদের জন্য খাবার জমা নেয়ার বিশেষ ব্যবস্থা করা হয়। বন্দিদের আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মোবাইলে কথা বলারও সুযোগ দেওয়া হয়।
কারাগারে উপস্থিত দর্শনার্থীরা কারা কর্তৃপক্ষের এই উদ্যোগের জন্য তাদের প্রশংসা করেছেন। সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ৬০ বছর বয়সী জেলেখা খাতুন জানান, তিনি তার ছেলের সঙ্গে ঈদের তৃতীয় দিন দেখা করতে এসেছিলেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাড়ি থেকে রান্না করা খাবার দিতে পেরেছেন।
বন্দিদের সাথে কথা বললে তারা জানান, ঈদ উপলক্ষে কারাগারের পরিবেশ অনেক উন্নত হয়েছে। তারা বলেন, এখানে ঈদের নামাজের সুব্যবস্থা করা হয়েছে, এবং পরিবার থেকে আসা খাবার খুব সহজেই পেয়েছি। আমাদের জেলার স্যার আমাদের প্রতি খুবই আন্তরিক ও মানবিক।
এ বিষয়ে লালমনিরহাট জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আব্দুল্লাহীল ওয়ারেস বলেন, ‘ডিআইজি প্রিজন্স রংপুর, জেলা প্রশাসক এবং জেল সুপার মহোদয়ের নির্দেশনা মেনে আমরা এই ধারা অব্যাহত রাখব। লালমনিরহাট কারাগারকে একটি আধুনিক সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
রাহেবুল ইসলাম টিটুল/এইচকে