Logo

সারাদেশ

তাড়াশে আগুনে পুড়ল প্রবাসীর ঘর-টাকা-স্বর্ণ, প্রাণ গেল ৩ গরুর

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৬

তাড়াশে আগুনে পুড়ল প্রবাসীর ঘর-টাকা-স্বর্ণ, প্রাণ গেল ৩ গরুর

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মান্নানের তিনটি বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা তিনটি গরুও আগুনে পুড়ে মারা যায়। এতে নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও গবাদিপশুসহ আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বাড়ির আলমারির লকারে রাখা ১০ লাখ টাকা আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী জহুরুল মাস্টার বলেন, ‘আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। মালয়েশিয়া প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির তিনটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা তিনটি গরুও মারা গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ফিরোজ আল আমিন/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর