Logo

সারাদেশ

চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি চালিয়ে জোড়া খুন, গ্রেপ্তার ২

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৪

চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি চালিয়ে জোড়া খুন, গ্রেপ্তার ২

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোডে চলন্ত প্রাইভেটকারে গুলি চালিয়ে দুজনকে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে বেলাল ও ফটিকছড়ি উপজেলা থেকে মানিক নামে দুইজনকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ফুটেজে বেলালকে গুলি চালাতে দেখা গেছে। গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। একই সঙ্গে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

গত শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোডে অবৈধ বালুর মহাল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। একাধিক মোটরসাইকেলযোগে একটি সশস্ত্র দল ফিল্মি কায়দায় প্রতিপক্ষের একটি প্রাইভেটকার ধাওয়া করে। কয়েক কিলোমিটার ধাওয়া দেওয়ার পর তারা গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আবদুল্লাহ ও মানিক নামে দুইজন নিহত হন এবং আরও দুজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় নিহতদের স্বজন ও আহতরা অভিযোগ করেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ঘটনার পর নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, তার স্ত্রীসহ সাতজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচএস/এইচকে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর