Logo

সারাদেশ

মির্জাপুরে হত্যা মামলায় সাবেক এমপি ছানোয়ার ৫ দিনের রিমান্ডে

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৭

মির্জাপুরে হত্যা মামলায় সাবেক এমপি ছানোয়ার ৫ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কলেজছাত্র ইমন হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মো. ছানোয়ার হোসেনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেলা কারাগার থেকে তাকে রিমান্ডে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে ৪ আগস্ট '২৪ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে দুষ্কৃতকারীরা ব্যাপক হামলা চালায়। এসময় এলোপাতাড়ি গুলিতে কলেজছাত্র ইমনের শরীরে গুলি লাগে। পরে আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তার মৃত্যু হয়।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে নিহত ইমনের সহোদর বাদী হয়ে টাঙ্গাইলের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রজ্জাক এমপি, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মো. ছানোয়ার হোসেনসহ ১৫৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৪-৫শ’ জনকে আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে পুলিশ ছানোয়ার হোসেনকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারের পর ১৭ মার্চ টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুনের আদালতে তাকে হাজির করা হলে মামলার বাদী পক্ষের আইনজীবী তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, সাবেক এমপি মো. ছানোয়ার হোসেনকে হত্যা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়েছে।

রাব্বি ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর