Logo

সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে চাচির ধর্ষণ মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২১:৩৩

জমি নিয়ে বিরোধের জেরে চাচির ধর্ষণ মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের আদিতমারী থানায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজা ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে চাচিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত ছাড়াই মামলাটি নথিভুক্ত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ওই ইউনিয়নের ৬ ভাইয়ের মধ্যে ছোট ভাই এরশাদুল হকের সন্তান নেই। জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার (২ এপ্রিল) সকালে ইউনুস আলী ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এরশাদুল হক তার ভাতিজা মাইদুল ইসলাম ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল্লাহ বলেন, ‘জমি নিয়ে বিরোধ হলে মামলা করতে আমাদের কোনো আপত্তি নেই, তবে ভাতিজার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের চেষ্টা মামলা করা হয়েছে। পুলিশ কীভাবে তদন্ত ছাড়াই মামলা নথিভুক্ত করল? আমরা উচ্চতর তদন্তের দাবি জানাচ্ছি।’

প্রতিবেশী কদম আলী বলেন, ‘এটা তো শুধু ধাক্কাধাক্কির ঘটনা ছিল। এভাবে কি ধর্ষণ চেষ্টা মামলা হয়? পুলিশ তো এখানে আসেনি।’

মামলার বাদি এরশাদুল হক বলেন, ‘আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আমার স্ত্রীকে মারধর করা হয়। তাই আমি মামলা করেছি।’

মহিষখোচা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধ ছিল এবং দুই পরিবারের মধ্যে কিছু হাতাহাতি হয়েছিল। পরে শুনেছি সেটি নিয়ে ধর্ষণের চেষ্টা মামলা হয়েছে। পুলিশ কোনো তদন্ত ছাড়াই মামলাটি নথিভুক্ত করেছে।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, ‘বাদির অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। তাই ধর্ষণের চেষ্টা ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে আরও তদন্ত করা হবে এবং সত্যতা প্রমাণিত হলে অভিযোগপত্র পাঠানো হবে। ধর্ষণের চেষ্টায় স্বাক্ষী থাকে না, তাই মামলা গ্রহণ করা হয়েছে।’

টিটুল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর