Logo

সারাদেশ

বাউফল যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২১:৪৭

বাউফল যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ছবি : সংগৃহীত

পটুয়াখালী বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েতকে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আল নোমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, আপনি বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনার ছবি ব্যবহার করে কতিপয় ব্যক্তিরা যুবদলের পদ ও পদবি উল্লেখ করে ব্যানার ও ফেস্টুন তৈরি করেছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং যুবদল সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। বাউফল উপজেলার অন্তর্গত কোন ইউনিয়ন যুবদলের কমিটি জেলা যুবদল পটুয়াখালী কর্তৃক এখন পর্যন্ত অনুমোদিত হয়নি। উক্ত ব্যানার ও ফেস্টুন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেলা যুবদল পটুয়াখালী শাখার দৃষ্টিগোচর হয়।

এমতাবস্থায়, সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এ বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান এর নিকট লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। কেউ ব্যক্তিস্বার্থে যুবদলের নাম ব্যবহার করে যদি সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর