Logo

সারাদেশ

ঘুষের টাকা ফেরত চেয়ে মেহেরপুরে সড়ক অবরোধ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২১:৫৩

ঘুষের টাকা ফেরত চেয়ে মেহেরপুরে সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিউল আজিম শাহিনের বিরুদ্ধে চাল, তেলসহ সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার বামন্দী-কাজিপুর সড়কের নতুন ব্রজপুর গ্রামবাসী সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় আধাঘণ্টাব্যাপী এই ব্যস্ততম সড়কটি সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, শাহিন মেম্বর নতুন ব্রজপুর গ্রামবাসীকে চাল, তেলসহ সরকারি নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে ১৫-২০ জনের কাছ থেকে আড়াই থেকে তিন হাজার টাকা নিয়েছে। ঈদকে সামনে রেখে সেসব সুবিধা দেওয়া দূরে থাক, জনপ্রতি ভিজিএফের ১০ কেজি চালও দেয়নি। যার কারণে গ্রামবাসী সবাই রাস্তায় নামতে বাধ্য হন। এ সময় টাকা ফেরত চান ভুক্তভোগীরা। সেই সাথে মেম্বারের শাস্তির দাবি করেন।

আকতারুজ্জামান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর