দাদা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩০

পটুয়াখালীর বাউফলে ঈদের ছুটিতে দাদা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নুরুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নুরুল ইসলাম রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা। তার বাবা রিয়াজ ব্যাপারী।
জানা গেছে, ঈদ উপলক্ষে গত মঙ্গলবার (১ এপ্রিল) বাবা ও মায়ের সঙ্গে দাদা বাড়িতে বেড়াতে আসেন শিশু নুরুল ইসলাম। পরিবারের সদস্যরা যখন ঈদের আনন্দে ব্যস্ত ছিলেন, তখন সবার অগোচরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির সামনের পুকুরপাড়ে খেলা করছিল নুরুল। খেলার একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্দেহবশত পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য আমার কাছে আসেনি।
আরিফুল ইসলাম সাগর/এমবি