Logo

সারাদেশ

বগুড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৬

বগুড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজসংলগ্ন বাঙালি নদীতে ডুবে সাদাত হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত সাদাত ধুনট উপজেলার বিলচাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে। তিনি পাশের গ্রাম সূত্রাপুরে নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন।  

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, সকালে সাদাত তার নানার সঙ্গে বেড়াতে যান ভাইরাল ‘মিনি জাফলং’ নামে পরিচিত বাঙালি নদীর পাড়ে। সেখানে অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে নামেন তিনি। একপর্যায়ে ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে নদীর স্রোতে ভেসে যান।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

স্থানীয়রা জানান, সম্প্রতি বাঙালি নদীর কিছু অংশ সংস্কারের ফলে সেখানে স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর জমে থাকায় স্থানটি অনেকটা সিলেটের জাফলংয়ের মতো দেখায়। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও পর্যটকেরা এখানে ছুটে আসছেন।  

এ বিষয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির কারণে পুলিশের সংখ্যা তুলনামূলক কম থাকায় স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কিছু গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর