
ছবি : বাংলাদেশের খবর
বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নীলফামারীতে পাঁচ গুণীজনকে সম্মাননা দিয়েছে ফিরোজ সাঁই স্মৃতি সংসদ। সংগঠনটি ওস্তাদ মোমতাজ আলী খান ও পিলু মোমতাজ স্মরণে এ সম্মাননা প্রদান করে।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নাট্যকার, কবি ও আবৃত্তিকার জিকরুল হক, সাংবাদিক মীর রমজান আলী টুটুল, কণ্ঠশিল্পী নাসরিন ফেরদৌস চমন ও শিশির চন্দ্র রায় এবং গিটারিস্ট জাকির হোসেন হিটলার।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক নরেশ চন্দ্র রায়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কণ্ঠশিল্পী ফারুক ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিলু মোমতাজ স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট মালা জেসমিন, নাট্য অভিনেতা বিধান সিংহ, সমাজসেবক আগা ছালেকুজ্জামান প্রিন্স, জেলা পরিষদের সাবেক সদস্য শিউলী আক্তারসহ আরও অনেকে।
সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিরোজ সাঁই স্মৃতি সংসদের সভাপতি ফারুক ভূঁইয়া বলেন, ‘সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা তাদের কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন, কিন্তু স্বীকৃতি না পাওয়ায় তারা উৎসাহ হারিয়ে ফেলেন। আমরা প্রতিবছর এই গুণীজনদের খুঁজে বের করে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করি।’
তৈয়ব আলী সরকার/এমআই