Logo

সারাদেশ

লৌহজংয়ের মাদক ‘সম্রাট’ সুমন-মুন্না, জানে না পুলিশ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেট, মুন্সীগঞ্জ

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৮:১৯

লৌহজংয়ের মাদক ‘সম্রাট’ সুমন-মুন্না, জানে না পুলিশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসা সুমন শেখ ও সাবিদ হাসান মুন্না নামে দুজন ব্যক্তি সম্প্রতি চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

তাদের ছবি ও ভিডিও এখন সবার কাছে পৌঁছালেও পুলিশ জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

জানা গেছে, লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের পঞ্চার-বাড়ী এলাকার মোঃ বাদল শেখের ছেলে সুমন শেখ এবং সাবিদ হাসান মুন্না দীর্ঘদিন ধরে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদক বিক্রি করে আসছে।  

অনুসন্ধানে জানা যায়, লৌহজংয়ের গোয়ালিমান্দ্রা এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক সাম্রাজ্য ধ্বংস হলেও অন্যান্য এলাকার মাদক ব্যবসা আগের মতোই চলছে। তবে সুমন শেখ ও মুন্না মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে অপ্রকাশ্যে। সম্প্রতি দৈনিক বাংলাদেশের খবরের হাতে সুমন শেখের মাদক গ্রহণের ছবি এবং সাবিদ হাসান মুন্নার মাদক সেবনের ২২ সেকেন্ডের একটি ভিডিও আসে। ছবিতে সুমন শেখকে পিয়াজু খেতে দেখা যায়, যেখানে তার সামনে তরতাজা গাঁজা পাতা রয়েছে। ভিডিওতে মুন্নাকে হেরোইন সেবন করতে দেখা যায়। স্থানীয়রা নিশ্চিত করেছেন যে, ভিডিওতে মাদক গ্রহণকারী ব্যক্তি সাবিদ হাসান মুন্না।

স্থানীয়রা জানান, সুমন ও মুন্না এখন লৌহজংয়ের মাদক রাজ্যের অপ্রকাশ্যে সম্রাট হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না, কারণ তারা ভয় দেখিয়ে মিথ্যা মামলা দায়ের ও হামলার হুমকি দিয়ে থাকে।  

এ বিষয়ে সুমন শেখ জানান, ‘আমি ঢাকায় কাজ করি এবং আমার বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, তা আমি জানি না। আমি কোনো মাদক ব্যবসার সঙ্গে যুক্ত নই, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

 মাদক গ্রহণের ছবির ব্যাপারে তিনি বলেন, ‘কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি কিছু জানি না।’  

অন্যদিকে, সাবিদ হাসান মুন্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সচেতন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’  

মো. নাজমুল ইসলাম পিন্টু/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর