Logo

সারাদেশ

বগুড়ায় পুকুর থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৯:৫৮

বগুড়ায় পুকুর থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।  

স্থানীয়রা জানান, শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে হাড্ডিপট্টি এলাকার একটি হ্যাচারির পেছনের পুকুরের পানি কমে গেলে সেখানে একটি প্লাস্টিকের বস্তায়ে মোড়ানো দেখা যায়। পরে কাছে গিয়ে বস্তার মুখ খুললে এর ভেতরে একটি শর্টগান দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।  

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, ‘অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিন পানির নিচে ছিল। উদ্ধারকৃত অস্ত্রটি সিআইডি বা সশস্ত্র পুলিশ ইউনিটের মাধ্যমে পরীক্ষা করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হবে।’

তিনি আরও জানান, ‘পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এটি পুলিশের লুণ্ঠিত অস্ত্র কি না বা স্থানীয় কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর